মাঠে বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের লড়াইটা সব সময়ই উপভোগ্য। লড়াইটা জমত বার্সা ফরোয়ার্ড লিওনেল মেসির সঙ্গে রিয়ালের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসেরও। ফুটবল থেকে গতকাল আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন ক্যাসিয়াস। স্পেনের এই কিংবদন্তি ফুটবলারের বিদায়ে পুরোনো সেই লড়াইয়ের স্মৃতি ফিরিয়ে এনেছেন মেসি। ক্যাসিয়াসকে উদ্দেশ করে স্প্যানিশ দৈনিক এএসে জানিয়েছেন এক আবেগময় বার্তা।

রিয়াল মাদ্রিদে ক্যারিয়ার শুরু ক্যাসিয়াসের। এই ক্লাবেই কাটিয়েছেন বেশির ভাগ সময়। ১৯৯৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ১৬ বছরের ক্যারিয়ারে রিয়ালের হয়ে খেলেছেন ৭২৫টি ম্যাচ। পাঁচবার লা লিগা ও তিন বার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন রিয়ালের হয়ে। এক সময় হয়ে ওঠেন ক্লাবটির আস্থার প্রতীক। ২০১৫ সালে পোর্তোয় যোগ দেওয়ার পর জিতেছেন দুবার পর্তুগিজ লিগ। স্পেনের হয়ে জিতেছেন ইউরো-বিশ্বকাপ-ইউরোর ত্রিমুকুট। price/$53.00